মেজর লিগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ মেসি ও আলবা

ইন্টার মিয়ামির জার্সি গায়ে মেসি ও আলবা
ইন্টার মিয়ামির জার্সি গায়ে মেসি ও আলবা | ছবি: সংগৃহীত
0

মেজর লিগ সকারে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসি ও সতীর্থ ফুটবলার জর্দি আলবা। ফলে আগামী ম্যাচে সিনসানাটির বিপক্ষে খেলতে পারবেন না তারা।

বুধবার প্রদর্শনী ম্যাচে এমএলএস অল স্টার খেলে মেক্সিকোর লিগা এমএক্স অল স্টারস দলের সঙ্গে। সেই ম্যাচে এমএলএসের দলটির স্কোয়াডে ছিলেন মেসি ও আলবা। তবে অনুমতি না নিয়েই তারা খেলায় অংশ নেননি। ফলে এমএলএসের নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞা পান মেসি ও আলবা।

তবে এমন সিদ্ধান্তে খুশি নন ইন্টার মিয়ামির সহ মালিক হোর্হে মাস। এ শাস্তিতে বিশ্বকাপজয়ী তারকা মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। এমএলএসের এমন নিয়মকে বাজে বলেও আখ্যা দেন হোর্হে মাস।

এএইচ