বুধবার প্রদর্শনী ম্যাচে এমএলএস অল স্টার খেলে মেক্সিকোর লিগা এমএক্স অল স্টারস দলের সঙ্গে। সেই ম্যাচে এমএলএসের দলটির স্কোয়াডে ছিলেন মেসি ও আলবা। তবে অনুমতি না নিয়েই তারা খেলায় অংশ নেননি। ফলে এমএলএসের নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞা পান মেসি ও আলবা।
তবে এমন সিদ্ধান্তে খুশি নন ইন্টার মিয়ামির সহ মালিক হোর্হে মাস। এ শাস্তিতে বিশ্বকাপজয়ী তারকা মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। এমএলএসের এমন নিয়মকে বাজে বলেও আখ্যা দেন হোর্হে মাস।