যেখানে বল সেখানেই রদ্রিগো ডি পল। আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা এমন একটা প্রবাদ প্রায়শই বলে থাকেন। তবে এর বাইরেও আরও একটা বাক্য প্রচলিত আর্জেন্টাইন ভক্তদের কাছে, আর তা হলো- যেখানেই মেসি সেখানেই হাজির ডি পল।
এবার প্রচলিত সেই প্রবাদ আরও একবার সত্য প্রমাণ করলেন আর্জেন্টাইন মিডফিল্ডার। এখন থেকে আর স্পেনে নয়, মেসির সাথে খেলতে ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন রদ্রিগো ডি পল। গন্তব্য ইন্টার মায়ামি।
জাতীয় দলে মেসির সাথেই সবসময় পাওয়া যায় রদ্রিগো ডি পলকে। নানা সময় মেসির সামনে ঢাল হিসেবে দাঁড়াতে দেখা যায় এই মিডফিল্ডারকে। তাই সাবেক অ্যাতলেটিকো মাদ্রিদ তারকার খ্যাতি রয়েছে মেসির বডি গার্ড হিসেবে। এবার যেন এ নাম আরও পাকাপোক্ত হচ্ছে। জাতীয় দলের বাইরেও ডি পল এখন মেসির সতীর্থ ফুটবলার।
কাতার বিশ্বকাপ জয়, দুইবারের কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলা; সবকিছুতেই মেসির সঙ্গে ছিলেন আর্জেন্টিনার অন্যতম এই সদস্য। এই দুই ফুটবলারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েও হয় আলোচনা। জাতীয় দলে একসাথে আকাশী-নীল জার্সি পড়ে খেলেছেন ৬২ বার।
মেসির ডাকেই যে ডি পল যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছেন, সেটা আন্দাজ করা যায় সহজেই। আর্জেন্টাইন এই তারকা ইন্টার মায়ামিতে আসায় মেসি ভক্তরা এখন দুইয়ে-দুইয়ে চার মেলাতেই পারেন। মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন থাকলেও সেটা যে এখনই হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত মায়ামি অধিনায়কের।
এর আগেও মেসির ডাকেই ইন্টার মায়ামিতে যোগ দেয় বন্ধু লুইস সুয়ারেজ। জর্দি আলবা, সার্জিও বুসকেটসরাও আসলে ইন্টার মায়ামি পরিণত হয় এক টুকরো মিনি বার্সেলোনায়। সাবেক তারকারা ইন্টার মায়াকে এনে দিয়েছেন শিরোপা। মেজর লিগ সকারে ক্লাবকে করেছেন আগের চেয়েও শক্তিশালী।
আগামী মৌসুমে লুইস সুয়ারেজ ক্লাব ছাড়তে পারেন বলে গুঞ্জন রয়েছে। মূলত এ উরুগুইয়ান ফরোয়ার্ডের উচ্চ বেতন ভাবাচ্ছে ইন্টার মায়ামিকে। তাকে ছেড়ে দিয়ে তরুণ ফুটবলারে মনোযোগ দিতে চায় ফ্লোরিডার ক্লাবটি। সুয়ারেজও সবধরনের ফুটবল থেকে অবসর নিতে চান। সময় দিতে চান নিজের মালিকানাধীন ক্লাবে।
২৫ মিলিয়ন ইউরোতে অ্যাতলেটিকো থেকে ধারে ইন্টার মায়ামিতে যোগ দেবেন ডি পল। এই চুক্তি ২০২৯ সাল পর্যন্ত বাড়ানোর সুযোগও রয়েছে। এমএলএসে সিনসিনাটির বিপক্ষে মাঠে নামার আগে ডি পলকে নিজেদের ফুটবলার হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে মায়ামি।