২০১৬ সাল থেকে গার্দিওলা যুক্ত আছেন ম্যানচেস্টার সিটির সঙ্গে। কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন ২০০৮ সালে। ক্যারিয়ারের শুরু থেকে পেয়েছেন সাফল্য।
আধুনিক ফুটবলকেই বদলে দিয়েছেন নিজের দর্শন দিয়ে। অনেকের মতেই সর্বকালের অন্যতম সেরা কোচও তিনিই।
তবে এবার পেপ গার্দিওলাও জানালেন বিরতির কথা। ম্যানচেস্টার সিটির দায়িত্ব শেষে অনির্দিষ্টকালের বিরতি নেয়ার কথা জানালেন কোচ গার্দিওলা।
স্প্যানিশ গণমাধ্যমে বলেছেন, নিজের দিকে মনোযোগ দিতেই তার এমন সিদ্ধান্ত। ২০২৭ সালের চুক্তির পরেই লম্বা সময়ের এই বিরতিতে যেতে পারেন গার্দিওলা।