মেজর লিগ সকারে যোগ দিচ্ছেন একের পর এক নামি-দামি ফুটবলার। জার্মান থমাস মুলারের পর টটেনহ্যাম থেকে যুক্তরাষ্ট্রের ক্লাবে পাড়ি জমিয়েছেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন হিউং মিন। তাও আবার ৩৩ বছর বয়সে।
এমএলএসের দল লস এঞ্জেলেস এফসিতে যোগ দিয়ে এক রেকর্ডও গড়েছেন সন। ৩৩ বছর বয়সে দলবদল করে সর্বোচ্চ দামের কাতারে চলে গেছেন দক্ষিণ কোরিয়ার এ তারকা ফুটবলার।
এ বয়সে দলবদল করে সবচেয়ে বেশি ফি পেয়েছেন পর্তুগীজ ফুটবলের বরপুত্র ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১৮ সালে ১১৭ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ থেকে ইউভেন্তুসে যোগ দেন রোনালদো। তালিকার দুইয়ে থাকা পোলিশ স্ট্রাইকার লেভান্ডভস্কি ২০২২ সালে ৪৫ মিলিয়ন ইউরোতে বায়ার্ন মিউনিখ থেকে যোগ দেন বার্সেলোনায়। এবার ২২ মিলিয়ন ইউরোতে নতুন দলে যোগ দেয়ায় এই রেকর্ডের তিনে অবস্থান করছেন সন।
আরও পড়ুন:
মেজর লিগ সকারের নতুনভাবে যাত্রাটা অবশ্য মেসির হাত ধরেই। তার আগে ইংলিশ তারকা ফুটবলার ডেভিড বেকহাম, থিয়েরি হেনরি থেকে সুইডিশ তারকা ইব্রাহিমোভিজ এসে মাতিয়ে গেছেন এ লিগ। তবে মেসির মতো এ লিগ জমিয়ে তুলতে পারেননি আর কেউ।
মেসি এমএলএসে যোগ দেয়ার পর তার দল ইন্টার মিয়ামি পরিণত হয় মিনি বার্সেলোনায়। সার্হিও বুসকেস, জর্দি আলবা থেকে লুইস সুয়ারেজ সবাই যেন মেসির পথ অনুসরণ করেই এসেছেন আমেরিকার এ লিগে।
মেসির দল ইন্টার মিয়ামিতে সর্বশেষ সংযোজন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার রদ্রিগো দি পল। এরপর কিছুদিনের মধ্যেই এই লিগে যুক্ত হলো সন ও মুলারের মতো বড় নাম। এসব যে মেসি এই লিগে খেলার প্রভাব তা বলাই যায়।