অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে আজ পূর্ব তিমুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশ নারী ফুটবল দল
বাংলাদেশ নারী ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (শুক্রবার, ৮ আগস্ট) মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ পূর্ব তিমুর। এই ম্যাচে জয় পেলে বয়সভিত্তিকের এশিয়ান কাপ নিশ্চিতে আরও একধাপ এগিয়ে যাবে বাঘিনীরা। সাথে ফিফার দেয়া সুখবর উদযাপনের বিষয়তো থাকছেই।

ফুটবলে বাংলাদেশের মেয়েরা এনে দিচ্ছে একের পর এক সাফল্য। ধারাবাহিক পারফরম্যান্স করে ফিফার কাছ থেকে বড় সুখবরও পেয়েছে বাঘিনীরা। এক লাফে ২৪ ধাপ এগিয়ে ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েদের অবস্থান এখন ১০৪ নম্বরে। যা দেশের ফুটবলে এক বড় ইতিহাস।

এমন খবরের পর অবশ্য সবচেয়ে বেশি খুশি থাকবেন ফুটবলাররাই। আর এই খুশি বাড়িয়ে তোলার সুযোগ থাকছে আফঈদা-সাগরিকাদের কাছে। এমন খবরের পরেই মাঠে নামার সুযোগ থাকছে বাংলাদেশের মেয়েদের।

লাও ন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবার অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ লড়বে পূর্ব তিমুরের বিপক্ষে। এই ম্যাচে জয় পেলে বয়সভিত্তিকের এশিয়ান কাপ নিশ্চিতে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশের মেয়েরা।

আরও পড়ুন:

দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে নিজেদের পুরোপুরি প্রস্তুত রেখেছে আফঈদারা। ম্যাচের আগের দিন ফুটবলাররা সেড়েছেন স্ট্রেচিং ও জিম সেশন। সুখবর হচ্ছে এই ম্যাচে বাংলাদেশ দলে নেই কোনো ইনজুরির শঙ্কা।

প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টটিতে শুভ সূচনা করে বাংলাদেশ। এবার এই ম্যাচে পূর্ব তিমুরকে হারিয়ে ফিফার দেয়া সুখবর উদযাপন করে নিতে পারবে বাংলাদেশ।

এসএস