কমিউনিটি শিল্ড ট্রফির লড়াইয়ে টাইব্রেকারে লিভারপুলকে হারালো ক্রিস্টাল প্যালেস

ক্রিস্টাল প্যালেসের দু'জন খেলোয়াড়
ক্রিস্টাল প্যালেসের দু'জন খেলোয়াড় | ছবি : সংগৃহীত
0

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে গতকাল রোববার (১০ আগস্ট) কমিউনিটি শিল্ড ট্রফির লড়াইয়ে লিভারপুলকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেস।

ম্যাচের চতুর্থ মিনিটেই জার্মান মিডফিল্ডার ভিয়েৎসের পাস পেয়ে নিখুঁত শটে লিভারপুলকে এগিয়ে নেন একিতিকে। যদিও ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অলরেডরা।

১৬ মিনিটে ডি-বক্সে ভার্জিল ভ্যান ডাইকের ফাউলে ইসমাইল সার পড়ে গেলে পেনাল্টি পায় নিউক্যাসল। স্পট কিকে সমতা টানতে ভুল করেননি জ্যঁ ফিলিপ মাতেতা।

আরও পড়ুন:

চার মিনিট পর আরেক নতুন খেলোয়াড় জেরেমি ফ্রিমপংয়ের নৈপুণ্যে আবার এগিয়ে যায় লিভারপুল। ৭৭তম মিনিটে আর দলকে বাঁচাতে পারেননি আলিসন।

প্রতিপক্ষের ছোট ভুলের সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় দফায় ম্যাচে সমতা টানেন সেনেগালের ফরোয়ার্ড ইসমাইলা সার। ২-২ ড্রয়ে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। এরপর টাইব্রেকারে ৩-২ গোলে জিতে শিরোপা উৎসবে মাতে ক্রিস্টাল প্যালেস।

এসএইচ