পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন ডোনারুম্মা

জিয়ানলুইজি ডোনারুম্মা
জিয়ানলুইজি ডোনারুম্মা | ছবি: সংগৃহীত
0

প্যারিস সেইন্ট জার্মান (পিএসজি) ছাড়ার ঘোষণায় নিজের ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দিলেন ইতালিয়ান নাম্বার ওয়ান জিয়ানলুইজি ডোনারুম্মা।

নিজেদের ইতিহাসে প্রথমবার পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর অন্যতম নায়ক গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা। তা সত্ত্বেও কয়েকদিন ধরেই তার ক্লাব ছাড়ার গুঞ্জন চলছিল।

এরই মাঝে নতুন গোলরক্ষক নিয়েছেন কোচ লুইস এনরিকে। তার সঙ্গে দোন্নারুমার দূরত্বের কথা আরও স্পষ্ট হয়ে ওঠে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘোষণায়।

এরপরই হতাশ ও হৃদয় ভাঙা সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন এ ইতালিয়ান গোলরক্ষক।

এসএস