এর দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অ্যালভারো গার্সিয়া। ৪৩ মিনিটে ফাউল করে লালকার্ড দেখেন জিরোনার গোলরক্ষক পাওলো গাছানিগা।
পেনাল্টিতে গোল করেন রায়ো ভায়োকানোর পালাজোন। ৩ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দলটি। দশজনের দল নিয়ে এরপর অবশ্য ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।
ম্যাচের ম্যাচের ৫৭তম মিনিটে জিরোনার ফুটবলার জোয়েল রোকা গোল করেন। এরপর আর কোনো গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রায়ো ভায়োকানো।
ওভেইদাকে ২-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল। দিনের অপর ম্যাচে রিয়াল ওভেইদাকে ২-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল।