রাতে মায়োর্কার বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা

বার্সেলোনার তিনজন খেলোয়াড়ের উদযাপনের মুহূর্ত
বার্সেলোনার তিনজন খেলোয়াড়ের উদযাপনের মুহূর্ত | ছবি : সংগৃহীত
0

লা লিগার নতুন মৌসুমের দ্বিতীয় দিনে মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মায়োর্কা সন মইক্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ (শনিবার, ১৬ আগস্ট) রাত সাড়ে ১১টায়।

প্রি-সিজনের শেষ ম্যাচে ২-০ গোলে জার্মান ক্লাব হামবুর্গার এসভিকে হারিয়েছে মায়োর্কা। অপরদিকে জোয়ান গাম্ফার ট্রফিতে কোমো ১৯০৭ কে ৫-০ গোলে ধরাশায়ী করে বার্সেলোনা।

আরও পড়ুন:

উভয় দলই অনেকটা ফুরফুরে মেজাজে থেকেই নতুন সিজনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে। শেষ দেখায় অবশ্য মায়োর্কাকে ১-০ গোলে হারিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা।

দিনের অপর ম্যাচে আলাভেসের বিপক্ষে লেভান্তে এবং রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে ভ্যালেন্সিয়া। ম্যাচ দু’টি শুরু হবে রাত ১টা ৩০ মিনিটে।

এসএইচ