পুরুষ ফুটবল দলের কাছে প্রত্যাশা একটু বেশিই। কিন্তু সেই প্রত্যাশার কতটুকু পূরণ হচ্ছে, তা নিয়ে আছে প্রশ্ন। অন্যদিকে নারী দল এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। তাই পুরুষদের জন্য চাপটাও একটু বেড়েছে। সফলতা এনে দিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণের সঙ্গে সঙ্গে চাপটাও কমাতে চাইবে তারা। জাতীয় দলের বাইরে প্রত্যাশা পূরণের সুযোগ থাকছে অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলারদের কাছেও।
এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ এর মূল পর্বে টিকিট কাটার প্রস্তুতিলগ্নে বাংলাদেশের যুবারা মাঠে নামছে বাহরাইনের বিপক্ষে। সেখানে নিজেদের ঝালাই করার পাশাপাশি ফুটবলারদের শক্তিমত্তা পরীক্ষা করারও সুযোগ থাকছে।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের হেডকোচ সাইফুল বারী টিটু বলেন, ‘বাহরাইন ভিয়েতনামের মতোই শক্তিশালী একটি দল। তাই এটা আমাদের জন্য একটা বড় সুযোগ টিমের ক্যামেস্ট্রি, শক্তিমত্তা ও কম্বিনেশন এগুলো এই দু’টি ম্যাচের মাধ্যমে তৈরি করি। আবাহনির ম্যাচ থেকে পাওয়া ইনজুরির কারণে মোরসালিন এ ম্যাচে খেলছে না। অন্যরা ঠিক আছে, তারা খেলবে। এই ম্যাচে আমাদের চেষ্টা থাকবে, আমাদের সব ডিপার্টমেন্টের শক্তি পরীক্ষা করে দেখা।’
আরও পড়ুন:
কনডিশন চ্যালেঞ্জিং হলেও প্রস্ততিতে ঘাটটি ছিলো না ফুটবলারদের। ম্যাচে নিজেদের পক্ষে ফল আসবে বলে মনে করছেন ডিফেন্ডার শাকিল আহাদ তপু।
শাকিল আহাদ তপু বলেন, ‘আমাদের প্রস্তুতিটা অনেক ভালো। এখানকার আবহাওয়াটা একটা সমস্যা ছিল, যেটা দুই-তিন দিনের ট্রেইনিং সেশনে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। আশা করি আমরা এ ম্যাচে ভালো একটা ফলাফল পাবো।’
২০২৬ এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ এর মূল পর্বে খেলবে ১৬টি দেশ। সেখানে একটি দল থাকবে বাংলাদেশ এমন আশা ভক্তদের। তাইতো বাছাইয়ের আগে প্রস্ততি ম্যাচগুলোতেও ভালো করার কোনো বিকল্প নেই।