বাংলাদেশে নারী ফুটবলে বইছে সাফল্যের ধারা। জাতীয় দল কিংবা বয়সভিত্তিক যেকোনো পর্যায়েই মেয়েদের পারফরম্যান্সের গ্রাফটা এখন ঊর্ধ্বমুখী।
এবার ভুটানে মিশন সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপ। বুধবার নিজেদের প্রথম ম্যাচেই স্বাগতিকদের মুখোমুখি নারী অনূর্ধ্ব-১৭ দল। প্রায় দেড় মাস ধরে একটি ইউনিট হিসেবে অনুশীলন করছে তরুণীরা। ভালো প্রস্তুতি হলেও কোচের বিশ্বাস নিজেদের সেরাটা দেবার চেষ্টা করবে মেয়েরা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দলের হেড কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, ‘আশা করি আমাদের মেয়েরা আমাদের কাউকে নিরাশ করবে না। আমি আশা করছি দিন দিন আমরা আরও ভালো করবো।’
বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো মূলত নিজেদের ভবিষ্যতের প্রস্তুতি। অধিনায়ক অর্পিতা জানালেন প্রতিটি ম্যাচেই জিততে চান। সিনিয়রদের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে চান নিজেদের খেলায়।
আরও পড়ুন:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস বলেন, ‘আমরা সবাই এতদিন পরিশ্রম করেছি। আমরা চেষ্টা করবো ভালো খেলার। এখান থেকে আমাদের শেখা। আমরা চেষ্টা করবো প্রতিটা ম্যাচ থেকে কিছু শেখার। আমাদের সিনিয়র খেলোয়াড় আছে তারা ভুটানে খেলছে। তাদের দেখে আমরা শিখছি।’
কোচের মতে শেখার শুরুটা হয় এই পর্যায়েই। অনূর্ধ্ব-১৬ দল ও ৯ জন নতুন খেলোয়াড় নিয়ে টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত দামাল কন্যারা।
হেড কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, ‘১৫ আর ১৭ এটা মূলত উন্নতির জায়গা। এটার সময়কাল ৬ মাস হলে ভালো হয়। আমাদের এটা লার্নিং প্রসেস। আমাদের মেয়েরা এখান থেকে অনেক কিছু শিখবে।’
২০ থেকে ৩১ আগস্ট ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে হবে এ আসর। বাংলাদেশ, ভারত, নেপাল ও স্বাগতিক ভুটান এই চার দল খেলবে ডাবল রাউন্ড-রবিন ফরম্যাটে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। এবার শিরোপার লক্ষ্যে টুর্নামেন্টে ম্যাচ বাই ম্যাচ আগাতে চায় জুনিয়র নারী দল।