এবার ভুটানে মিশন সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপ। আজ (বুধবার, ২০ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচেই স্বাগতিকদের মুখোমুখি নারী অনূর্ধ্ব-১৭ দল।
ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকে দুই দল। প্রথম দিকে ভুটানের পায়ে বল বেশি থাকলেও ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ভুটানের জালে প্রথম গোল করেন সৌরভঈ আকন্দ প্রীতি। ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় টিম বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে আলফি আক্তারের গোলে লিড ২-০ করে বাংলাদেশ। ম্যাচের ৬১ মিনিটে গোলকিপারের ভুলে এক গোল শোধ করে ভুটান। ম্যাচের ৬৬ মিনিটে দ্বিতীয় গোল করে লিড ৩-১ করেন আলফি।