উত্তর আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে সি গ্রুপে জায়গা পেয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। তাদের গ্রুপ সঙ্গী মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি।
২০২৬ সালের ১১ জুন মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। ২০১০ সালেও এই দুই দলই খেলেছিল গ্রেটেস্ট শো অন আর্থের উদ্বোধনী ম্যাচ। গ্রুপ এ তে তাদের সঙ্গী দক্ষিণ কোরিয়া এবং প্লে-অফ পেরিয়ে আসা দল।
তিন আয়োজক দেশের পর সবার আগে নিজেদের গ্রুপ বুঝে পায় ব্রাজিল। সি গ্রুপে সেলেসাওরা প্রথম ম্যাচ খেলবে গত আসরের সেমিফাইনালে খেলা মরক্কোর বিপক্ষে। গ্রুপের বাকি দুই দল ফর্মের তুঙ্গে থাকা স্কটল্যান্ড এবং হাইতি।
আরও পড়ুন:
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে জে গ্রুপে। অপেক্ষাকৃত সহজ গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, জর্ডান এবং আলজেরিয়া। আফ্রিকান দেশ আলজেরিয়া এই গ্রুপে হতে পারে আলবিসেলেস্তেদের বড় প্রতিপক্ষ।
তবে বিশেষভাবে নজর থাকছে আই এবং এল গ্রুপে। ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার মতো দুই ইউরোপিয়ান জায়ান্টের সঙ্গে এল গ্রুপে আছে আফ্রিকান পরাশক্তি ঘানা। গ্রুপের আরেক দল পানামা। অন্যদিকে আই গ্রুপে দুই হেভিওয়েট ফ্রান্স এবং নরওয়ের সঙ্গী সেনেগাল। গ্রুপের অন্য দল আসবে প্লে-অফ পেরিয়ে।
আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে শুরু হবে বিশ্বকাপের নতুন আসর। আর ১৯ জুলাই লস অ্যাঞ্জেলসের ফাইনালে পর্দা নামবে এই মহাযজ্ঞের।





