লিগ ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠে খেলতে নেমে অতিরিক্ত সময়ের গোলে ২-১ ব্যবধানে হেরেছে আর্সেনাল। সান্দারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে টেবিল টপার গানারদের সঙ্গে পয়েন্ট ব্যবধান দুইয়ে নামিয়ে এনেছে ম্যান সিটি।
আরও পড়ুন:
অন্যদিকে লিডসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে আবারও পয়েন্ট হারিয়েছে লিভারপুল। লা লিগায় গোল বন্যার ম্যাচ উপহার দিয়েছে বার্সেলোনা। ফেরান তরেসের হ্যাটট্রিকে রিয়াল বেতিসকে ৫-৩ ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি।
কোমোর বিরুদ্ধে সিরি আয় ৪-০ ব্যবধানে জিতেছে ইন্টার মিলান। লিগ ওয়ানে জয়ের ধারায় ফিরেছে পিএসজি। দলটি ৫-০ গোলে হারিয়েছে স্তাদে রেনেসকে। বুন্দেসলিগাতে একই ব্যবধানে জিতেছে বায়ার্ন মিউনিখও।





