এমবাপ্পেকে নিয়ে রিয়াল মাদ্রিদে দুঃসংবাদ

কিলিয়ান এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে | ছবি: সংগৃহীত
0

লা লিগার দল রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের কাছে হারের পর ঘরোয়া লিগেও হতাশাজনক পারফরম্যান্স করে যাচ্ছেন ফুটবলাররা। এরই মাঝে দলের মূল তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে লস ব্লাঙ্কোসরা।

সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৭ ম্যাচের মাঝে মাত্র দুটিতে জিতেছে রিয়াল। লা লিগায় নিজেদের শেষ ম্যাচে সেল্টা ভিগোর কাছে হেরে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে স্প্যানিশ জায়ান্টরা। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বুধবার দিবাগত রাতে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে দলটি।

আরও পড়ুন:

চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে কিলিয়ান এমবাপ্পের খেলা নিয়ে আছে শঙ্কা। বাঁ পায়ের মাংশপেশির চোটের কারণে ট্রেনিং সেশনে ছিলেন না ফরাসি তারকা। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের সব গোলের ৭৫ শতাংশ এবং লা লিগায় দলের মোট গোলের অর্ধেকই এসেছে এমবাপ্পের পা থেকে। ফলে এমবাপ্পেকে ছাড়া ম্যানচেস্টার সিটির বিপক্ষে নামলে বড় পরীক্ষাই দিতে হবে জাবি আলোনসোর শিষ্যদের।

ইএ