১৪ বছর পর মেসির ভারত সফর; কলকাতাজুড়ে সাজ সাজ রব

মেসির ভারত সফর ঘিরে বিভিন্ন আয়োজন ও সাজসজ্জা করা হয়েছে
মেসির ভারত সফর ঘিরে বিভিন্ন আয়োজন ও সাজসজ্জা করা হয়েছে | ছবি: এখন টিভি
0

প্রায় ১৪ বছর পর আবারও ভারত সফরে আসছেন লিওনেল মেসি। তার আগমন উপলক্ষ্যে কলকাতাজুড়ে সাজ সাজ রব। প্রিয় তারকাকে বরণ করে নিতে নানা আয়োজন ভক্তদের। তারা যে মেসির এ সফরে বেশ উৎসাহিত ও উৎফুল্ল, তা প্রকাশ করতে নিয়েছেন বিভিন্ন উদ্যোগ। তাছাড়া মেসির প্রতি ভক্তদের ভালোবাসার প্রকাশ যে মাত্রা ছাড়াচ্ছে তা স্পষ্ট।

লিওনেল মেসিকে একনজর দেখার অপেক্ষায় থাকেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার অসংখ্য ভক্ত। ফুটবল দুনিয়ার এ মহাতারকা এবার আসছেন ভারত সফরে। দেশটির চারটি শহরে তিন দিন ঘুরে বেড়াবেন এ আর্জেন্টাইন। ‘গোট ইন্ডিয়া ট্যুর, ২০২৫’ নামের এ সফরে স্ট্যাচু উদ্বোধন থেকে শুরু করে সেলিব্রিটি ম্যাচ, কনসার্ট আর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ—থাকছে সবই।

মেসির সফর শুরু হবে ১৩ ডিসেম্বর, কলকাতা থেকে। সকালে মেসি যোগ দেবেন বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। এরপর উদ্বোধন করবেন ৭০ ফুটের বিশাল ‘মেসি স্ট্যাচু’। আর্জেন্টাইন মহাতারকার আগমন ঘিরে এরইমধ্যে সবার মাঝে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

ভারতের এক আর্জেন্টিনা ও মেসিভক্ত বলেন, ‘মেসি এখানকার আয়োজন দেখে অবাক হবেন। কলকাতা ও সারা ভারতে তাকে যেভাবে পূজা করা হয়, তা দেখে তিনি হতবাক হয়ে যাবেন। আমি আবেগে কেঁদে ফেলেছি, কিন্তু এগুলো আনন্দের অশ্রু। ঈশ্বরকে দেখতে আমরা যেকোনো কিছু করতে রাজি আছি।’

আরও পড়ুন:

কলকাতায় দুপুরে যুবভারতী স্টেডিয়ামে ফ্রেন্ডলি ম্যাচ। যেখানে থাকবেন শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এদিকে মেসির প্রতি নিজের ভালোবাসা প্রকাশে ভক্তরা বেছে নিয়েছেন অভিনব সব পন্থা।

আরেক মেসিভক্ত বলেন, ‘মেসি ৮৯৬টি গোল করেছেন, আর এ ফুটবলগুলো সেই সংখ্যার প্রতীক। আমরা এলইডি স্ক্রিনগুলো লাগিয়েছি কারণ, বাড়িতে ছোট পর্দা বা টেলিভিশনে মেসিকে দেখতে আমাদের ভালো লাগে না।’

মেসির আগমন উপলক্ষে নিজেদের সর্বোচ্চটা দিয়ে তাকে বরণের অপেক্ষায় ভারতবাসী। এরইমধ্যে কলকাতা কাঁপছে মেসি জ্বরে। মেসির জন্য ভক্তদের এ উন্মাদনা তার প্রতি সবার ভালোবাসারই প্রতীক।

এসএইচ