কারা হচ্ছেন ‘ফিফা দ্য বেস্ট’—জানা যাবে আজ রাতে

‘ফিফা দ্যা বেস্ট’ অ্যাওয়ার্ড
‘ফিফা দ্যা বেস্ট’ অ্যাওয়ার্ড | ছবি: সংগৃহীত
0

বিশ্ব ফুটবলের সেরা তারকাদের মিলনমেলায় আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) রাতে পর্দা উঠছে ‘ফিফা দ্য বেস্ট-২০২৫’ পুরস্কার অনুষ্ঠানের। ফুটবল দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এ আয়োজনে স্বীকৃতি পাচ্ছেন বছরের সেরা খেলোয়াড়, কোচ এবং গোলরক্ষকরা।

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারের আসর ফিফা দ্যা বেস্ট ২০২৫ অনুষ্ঠান। যারা গত এক বছরে তাদের অসাধারণ নৈপুণ্য, পরিশ্রম ও নেতৃত্ব দিয়ে বিশ্ব ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তাদের স্বীকৃতি এ পুরস্কার। ফুটবলারদের গৌরব, আবেগ আর সাফল্যের এক মহাযজ্ঞ এই ‘ফিফা দ্য বেস্ট ২০২৫’।

আরও পড়ুন:

রোমাঞ্চকর একটি বছর শেষে ফিফা দ্যা বেস্ট মঞ্চে জায়গা করে নিয়েছেন পুরুষ ও নারী ফুটবলের সেরা তারকারা। পারফরম্যান্স, ধারাবাহিকতা এবং দলের সাফল্য—সবকিছু মিলিয়েই নির্ধারণ করা হয়েছে বিজয়ীদের।

বছরের সেরা পুরুষ ও নারী ফুটবলারের পুরস্কার এ আসরের বিশেষ আকর্ষণ। পাশাপাশি সেরা কোচ, সেরা গোলরক্ষক এবং পুস্কাস অ্যাওয়ার্ডও (বর্ষসেরা গোলের স্বীকৃতি) দেয়া হবে আজকের এ জমকালো অনুষ্ঠানে।

ফুটবলপ্রেমীদের ভোট এবং বিশেষজ্ঞ প্যানেলের সিদ্ধান্ত এ দুইয়ের সমন্বয়েই নির্ধারিত হয় ফিফা দ্য বেস্টের চূড়ান্ত ফলাফল, যা এ পুরস্কারকে করে তোলে আরও বিশ্বাসযোগ্য ও মর্যাদাপূর্ণ।

আরও পড়ুন:

তারকায় ভরা লাল গালিচা, আবেগঘন মুহূর্ত আর সাফল্যের গল্প সব মিলিয়ে ফুটবল বিশ্বের এক স্মরণীয় রাত হতে যাচ্ছে ‘ফিফা দ্য বেস্ট-২০২৫’। সে কারণে আজ ফুটবল ভক্তদের চোখ থাকবে এ অনুষ্ঠানের দিকে।

এসএইচ