জানা গেছে, সাক্ষাৎকারে দল নিয়ে মন্তব্য করায় ক্ষমা চেয়েছেন মিশরের এ ফুটবল তারকা। তবে ব্যক্তিগতভাবে কোচ আর্নে স্লটের কাছে ক্ষমা চেয়েছেন কি না তা এখনো জানা যায়নি।
সম্প্রতি টানা তিন ম্যাচে বেঞ্চে বসেছিলেন সালাহ। এরপর তিনি এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করেন ও কোচ আর্নে স্লটের সঙ্গে নিজের সম্পর্কের টানাপোড়েন নিয়ে মন্তব্য করেন।
আরও পড়ুন:
সালাহর এমন কর্মকান্ড ভালোভাবে নেয়নি লিভারপুল ক্লাব ম্যানেজমেন্ট। এরপর তাকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দলের সঙ্গে রাখা হয়নি। আফ্রিকান নেশনস কাপ খেলতে সালাহ এখন মিশরের জাতীয় দলের সঙ্গে রয়েছেন। এর আগে প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে জয়ের ম্যাচে অ্যাসিস্ট করে কোচের প্রশংসা পেয়েছিলেন সালাহ।




