ট্রফিটি দেখার জন্য উদগ্রীব ছিলেন হাজারো ভক্ত। তবে নিরাপত্তার স্বার্থে এবং ফিফার প্রোটোকল বজায় রাখতে দর্শকদের জন্য বেশ কিছু কঠোর নির্দেশনা দেয়া হয়।
বিশ্বকাপ ট্রফি দেখতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শক ভিড় বাড়তে শুরু করে। ট্রফি দেখার লাইনে সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজের সুযোগ পাওয়ার অপেক্ষায় তখনো শতাধিক দর্শক। কেউ কেউ মুঠোফোন বের করে আগেভাগেই ট্রফিটি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেন।
আরও পড়ুন:
দর্শকের ট্রফি দর্শনের সুবিধার্থে স্বেচ্ছাসেবক দলকে ব্যস্ত সময় পার করতে দেখা যায়।
এর আগে সকালে ২০২৬ ফিফা বিশ্বকাপের ট্রফি ট্যুরের অংশ হিসেবে আজ সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ট্রফিটি। এই সফরে ট্রফির সঙ্গে এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
এবার বাংলাদেশসহ ৩০টি দেশের ৭৫টি স্থানে প্রদর্শিত হচ্ছে বিশ্বকাপ ট্রফি। বাংলাদেশে অবশ্য শুধু ঢাকার রেডিসন ব্লু হোটেলই এটি প্রদর্শন করা হচ্ছে। পুরো ট্রফি ট্যুর শেষ হবে ১৫০ দিনে।





