রাডুকানুকে হারিয়ে ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে শিয়াওতেক

ইগা শিয়াওতেক ও এমা রাডুকানু
ইগা শিয়াওতেক ও এমা রাডুকানু | ছবি: সংগৃহীত
0

ব্রিটিশ গ্র্যান্ড স্ল্যাম জয়ী এমা রাডুকানুকে সরাসরি সেটে হারিয়ে ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন তিনবারের চ্যাম্পিয়ন পোলিশ তারকা ইগা শিয়াওতেক।

বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামে ৬-১, ৬-২ গেমে জিতেন ২৩ বছর বয়সী শিয়াওতেক। ২০২১ সালের ইউএস ওপেন জয়ী ২২ বছর বয়সী রাডুকানুর বিপক্ষে পাঁচবারের দেখায় সবকটিই সরাসরি সেটে জিতলেন শিয়াওতেক।

'ক্লে কোর্টের রানী' হিসেবে পরিচিত এই তারকা প্যারিসে জিতলেন টানা ২৩ ম্যাচ। ১৯৬৮ সালের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে টানা চারবার ফরাসি ওপেন জয়ের লক্ষে ছুটছেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী শিয়াওতেক।

গত পাঁচ বছরের মধ্যে চারবারই ট্রফি জিতেছেন এই পোলিশ তারকা।

সেজু