চলতি অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজ একেবারেই ভালো যায়নি ভারতের বোলিং ডিপার্টমেন্টের জন্য। সিরিজের বারবারই লম্বা ইনিংস খেলেছেন ইংল্যান্ডের ব্যাটাররা। যা প্রশ্নের মুখে ফেলেছে মরনে মরকেলকে।
বোলিং বিভাগে বুমরাহ-সিরাজদের মলিন পারফরম্যান্সের পর মরকেলের প্রতিই ক্ষোভ ভারতীয় ক্রিকেট বোর্ডের। তবে, সেপ্টেম্বরের এশিয়া কাপ বিবেচনায় টিকে যেতে পারেন মরকেল, এমন গুঞ্জনও ভাসছে ভারতীয় ক্রিকেটে।
অবশ্য কোচ পরিবর্তনের এই তালিকায় আছে সহকারী কোচ রায়ান টেন ডেসকাটের নামটাও। যদিও হেডকোচ গৌতম গম্ভীরকে নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে নারাজ বিসিসিআই।