কিংবদন্তি রেসলার হাল্ক হোগানের প্রয়াণ

হাল্ক হোগান
হাল্ক হোগান | ছবি: সংগৃহীত
0

কিংবদন্তি রেসলার হাল্ক হোগান আর নেই। ৭১ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং অ্যান্ড এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)।

হোগানের আসল নাম টেরি বোলিয়া। কয়েক সপ্তাহ ধরেই হোগানের স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন চলছিল। যদিও গত সপ্তাহে তার স্ত্রী জানান, হোগানের শরীরিক অবস্থার অবনতি হয়নি। বরং, একাধিক অস্ত্রোপচারের পর হোগানের হৃৎপিণ্ড সবল আছে। 

আশির ও নব্বইয়ের দশকের সবচেয়ে খ্যতিমান রেসলারদের মধ্যে হোগান অন্যতম। লাল-হলুদ পোশাক আর রিয়েল আমেরিকান শিরোনামের প্রবেশ সংগীত (এনট্র্যান্স মিউজিক) ছিল হোগানের ট্রেড মার্ক। বয়স পঞ্চাশের কোঠায় পৌঁছানোর পরও রেসলিং চালিয়ে গেছেন তিনি।

এসএইচ