কানাডিয়ান ওপেন টেনিসে অঘটনের শিকার ইগা শিয়াওতেক

ইগা শিয়াওতেক
ইগা শিয়াওতেক | ছবি: সংগৃহীত
0

কানাডিয়ান ওপেন টেনিসে রোববার (৩ আগস্ট) টুর্নামেন্টের শীর্ষ বাছাই কোকো গাউফ ক্যারিয়ারে সবচেয়ে বিব্রতকর হারের স্বাদ পাওয়ার পর, এবার অঘটনের শিকার হয়েছেন দ্বিতীয় বাছাই ইগা শিয়াওতেক।

উইম্বলডনসহ ছয়টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী শিয়াওতেক সোমবার (৪ আগস্ট) শেষ ষোলোর এ ম্যাচে প্রথম সেটে বেশ লড়াই করলেও, পরে আর পারেননি। ৭-৬, ৬-৩ গেমে জিতে যান র‍্যাংকিংয়ের ১৯ নম্বরে থাকা তাউসেন। 

আরও পড়ুন:

রোববার শেষ ষোলোর ম্যাচেই র‍্যাংকিংয়ের দুই নম্বর তারকা ও দু’টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী গাউফকে ৬২ মিনিটেই হারিয়ে দেন ১৮ বছর বয়সী ভিক্টোরিয়া এমবোকো।

এছাড়া শেষ বত্রিশ থেকে ছিটকে গেছেন এখানে দুবারের চ্যাম্পিয়ন ও র‍্যাংকিংয়ের চার নম্বর জেসিকা পেগুলা এবং র‍্যাংকিংয়ের পাঁচ নম্বর মিরা আন্দ্রিভা। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে তাউসেনের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ম্যাডিসন কির।

এসএইচ