রিলে সাঁতারে ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন সাবেক সাঁতারু সাগর

সাবেক সাঁতারু মাহফিজুর রহমান সাগর
সাবেক সাঁতারু মাহফিজুর রহমান সাগর | ছবি: সংগৃহীত
0

নিজের সময়ে বাংলাদেশের সাঁতারে বড় নাম ছিলেন মাহফিজুর রহমান সাগর। সাবেক হয়েও আলো কেড়েছেন তিনি। সম্প্রতি রিলে সাঁতারে ইংলিশ চ্যানেল পাড়ি দেন সাগর।

ক্যালেন্ডারের হিসেবে ৩৭ বছর পর কোনো বাংলাদেশি সাঁতারু হিসেবে এই কীর্তি গড়েছেন একসময় পুল দাপিয়ে বেড়ানো সাগর। নিজের এমন কীর্তিতে তৃপ্ত হলেও নতুন সাঁতারুদের কাছ থেকেও আছে তার বড় প্রত্যাশা। 

আরও পড়ুন:

বর্তমানে ফেডারেশনের সঙ্গে যুক্ত সাগরের প্রত্যাশা, ভবিষ্যতে তার চেয়েও বড় তারকা উঠে আসবে দেশের সাঁতারে। 

তরুণদের কাছে চাওয়া, দেশের জন্য আরও বড় সাফল্য নিয়ে আসবেন আগামী দিনের তারকারা। ফেডারেশনের পক্ষ থেকেও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা শোনালেন সাবেক এই তারকা সাঁতারু।

এসএইচ