প্রথম পর্বে দেশের ৬৪টি জেলার ১৫টি ভেন্যু হতে প্রাথমিকভাবে ৬৩০ জন সাঁতারু বাছাই করা হয়। বাছাইকৃত সাঁতারুদের মোট ছয়টি গ্রুপে ভাগ করে প্রতি গ্রুপে ১১০ জন সাঁতারু নিয়ে দ্বিতীয় পর্বের বাছাই অনুশীলন গত ১৫ জুলাই হতে ২০২৫ জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুরে শুরু হয়েছে এবং আগামী ০৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলবে।
আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল এম নাজমুল হাসান জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুরে দেশের ৬৪ জেলা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ৬৩০ জন প্রতিভাবান সাঁতারুর বাছাই-পরবর্তী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় তিনি সাঁতারুদের অনুশীলন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। প্রশিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং প্রশিক্ষণের মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।