ক্রীড়াঙ্গনে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা ও বিতর্ক চলে আসেছে দীর্ঘসময় ধরে। গেল বছরই প্যারিস অলিম্পিকে অংশ নেয়া আলজেরিয়ার ওয়েল্টারওয়েইট ইমান খেলিফ এবং চীনের ফেদারওয়েইট লিন ইউ-তিং আসলেই মেয়ে কি না, এ নিয়েই ছিল যত তর্ক বিতর্ক। শুধু অলিম্পিক নয় ক্রীড়াঙ্গনে বিভিন্ন ইভেন্টে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিয়ে খোদ খেলোয়াড়রাই নিজেদের কণ্ঠস্বর বলিষ্ঠ করেছেন।
আরও পড়ুন:
এবার সে লড়াইয়ে যোগ দিয়েছেন টেনিসে বিশ্বের এক নম্বর র্যাঙ্কধারী অ্যারিনা সাবালেঙ্কা। ব্রিটিশ উপস্থাপক পিয়ার্স মরগানকে দেয়া এক সাক্ষাৎকারে নারীদের ইভেন্টে ট্রান্সজেন্ডারদের খেলা ন্যায়সঙ্গত নয় বলেন সাবালেঙ্কা।
উইমেনস টেনিস ফেডারেশনের নীতিমালা অনুযায়ী, ডব্লিউটিএ ট্যুরে ট্রান্সজেন্ডার নারীরা খেলতে পারেন কিছু শর্তে মেনে। কমপক্ষে চার বছর নারী পরিচয় ঘোষণা, টেস্টোস্টেরন কমানো, এবং নিয়মিত মেডিকেল পরীক্ষার মধ্যে থাকা এমন খেলোয়াড়ই অংশ নিতে পারবেন।
সাম্প্রতিক বছরগুলোতে পেশাদার টেনিসে অবশ্য ট্রান্সজেন্ডার খেলোয়াড় দেখা যায়নি। সেই ১৯৭৭থেকে ৮১ সালে রেনে রিচার্ডস নারী সার্কিটে খেলেছিলেন। গত বছর ব্রিটেনের লন টেনিস অ্যাসোসিয়েশন জাতীয় ও আন্তঃক্লাব প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডার নারীদের নিষিদ্ধ করে। এছাড়া ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ছাড়াও আসন্ন অলিম্পিকে ট্রান্সজেন্ডার নারীরা মেয়েদের কোনো ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে না।





