
ভারতীয় মুসলিমদের অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে বাংলাদেশে বিতাড়িত করেছে বিজেপি সরকার
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন
অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে বাংলাভাষী শতশত মুসলিমকে সম্প্রতি জোরপূর্বক বাংলাদেশে বিতাড়িত করেছে বিজেপি সরকার। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বিতাড়িত মুসলিমদের মধ্যে অনেকেই ভারতীয় নাগরিক। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসন্ন বিধানসভা নির্বাচনে রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে মুসলিমদের বিতাড়িত করার পথ বেছে নিয়েছে মোদি সরকার।

সীমান্তে চলছে ‘পুশ ইন’, বিজিবিকে প্রয়োজনে ‘পুশ ব্যাক’ করার পরামর্শ বিশ্লেষকদের
গেলো ৩৮ দিনে বাংলাদেশে প্রায় ২ হাজার ‘পুশ ইন’ করেছে ভারত। সীমান্তরক্ষী বাহিনীকে ব্যবহার করে সীমান্তে জোরপূর্বক ঠেলে দেয়া হয়। এরকম ঘটনাগুলোকে আন্তর্জাতিক আইন, কূটনৈতিক শিষ্টাচার ও মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আর নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ‘পুশ ইন’ ঠেকাতে বিজিবির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেখাতে হবে দৃঢ়তাও। প্রয়োজনে ‘পুশ ব্যাক’ করতে হবে।