আজ (বুধবার, ১২ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, জনগণের সংকট-সমস্যা সমাধান করতে হবে। কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে, শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে। ব্যবসায়ীদের সৎভাবে নিরুপদ্রব ব্যবসা করার সুযোগ দিতে হবে। সকল কাজ জনগণকে সাথে নিয়ে করতে হবে। আর সেজন্য প্রয়োজন সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্যান্য নেতারা।