ফেনীতে বিজিবির অভিযানে ৯৫ লাখ টাকার চোরাচালান জব্দ

0

ফেনীর ভারতীয় সীমান্ত এলাকায় রাতভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৯৫ লাখ ১৯ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। আজ (রোববার, ১৬ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে বিজিবি এ তথ্য নিশ্চিত করে।

বিজিবি জানায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা ছাগলনাইয়া এবং পরশুরাম উপজেলার অন্তর্গত শ্রীপুর, যশপুর, ছাগলনাইয়া এবং মধুগ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যগণ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, হুইস্কি এবং সিএনজি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯৫ লাখ ১৯ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ান্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, উক্ত অভিযানে ভারতীয় শাড়ি ও সিএনজিসহ পূর্ব ছাগলনাইয়ার মো. শরীফুল ইসলাম রানা (২২) এক যুবককে আটক করে ছাগলনাইয়া থানায় সোপর্দ করা হয়েছে।

ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, 'সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।'

সেজু