বান্দরবানে নির্বিচারে চলছে পাথর উত্তোলন

বান্দরবানের ঝিরি-ঝর্না থেকে পাথর তুলছে স্থানীয় প্রভাবশালীরা | এখন টিভি
0

বান্দরবানের বিভিন্ন উপজেলায় প্রাকৃতিক ঝিরি, ঝর্না থেকে নির্বিচারে পাথর উত্তোলন অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন পাথর উত্তোলনের কোনো অনুমতি না দিলেও স্থানীয় প্রভাবশালীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই কার্যক্রম চালাচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে পাহাড়ের পরিবেশ।

পাহাড়ি ঢলের পানি চলাচলের জন্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে তৈরি করা হয় একটি ব্রিজ। যদিও পুরো ছড়াই এখন শুকিয়ে চৌচির। দেখে যে কারও মনে হতে পারে এটি গ্রামীণ কোনো সড়ক।

স্থানীয়রা বলছেন, এই ছড়ায় বিভিন্ন জায়গায় গর্ত করে তুলে নেয়া হয়েছে পাথর। দীর্ঘদিন ধরে এমন পাথর উত্তোলন করায় শুকিয়া গেছে এই ছড়া। একই অবস্থা বেশিরভাগ ছড়া ও ঝিরির। অবাধে পাথর উত্তরণে বাড়ছে পানির সংকট একইসঙ্গে কমছে কৃষি আবাদ। স্থানীয় প্রভাবশালী মহলের যোগসাজশে দীর্ঘদিন ধরে পাথর উত্তরণ হচ্ছে বলছেন স্থানীয়রা।

স্থানীয় একজন বলেন, 'দুই-তিন কিলোমিটার এলাকাজুড়ে সব পাথর তুলে ফেলেছে। এখান থেকে পাথর নিয়ে গেলে দিক শুকনো হয়ে থাকে। খাবার পানিও মরা পাবো না।'

এদিকে উপজেলা প্রশাসন বলছে, পাথর তোলা নিষিদ্ধ হলেও অনেকেই আগের নেয়া অনুমতিপত্র দিয়ে ঝিরি ও পাহাড় খুঁড়ে পাথর উত্তোলন করছে। এসব বিষয়ে বিভিন্ন সময় অভিযান চলমান রয়েছে বলেও জানান কর্মকর্তারা।

নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ইউএনও মুহাম্মদ মাজহারুর ইসলাম বলেন, 'ইতিমধ্যে আমাদের বান্দরবানের পরিবেশ অধিদপ্তরে ব্যাপারটা জানিয়েছি। অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই তারা আসবেন। এখানে বাংলাদেশ সীমান্তে যে বিজিবি আছেন তাদেরকেও জানিয়েছি। তারা ব্যাপারটা নিয়ে কাজ করছে।'

দুর্গম এলাকায় শুধু আইন প্রয়োগ করে পাথর উত্তোলন বন্ধ করা সম্ভব নয় বলে মনে করছে প্রশাসন। সেজন্য স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টির তাগিদ দিচ্ছেন তারা।

এসএস