সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দু'জন নিহত

0

চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের চনখোলা গ্রামে এই ঘটনা ঘটে।

চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের চনখোলা গ্রামে গ্রামবাসীর গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরো ৫ যুবক।

নিহতদের নাম মো. নেজাম ও আবু সালেক। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা ডাকাতি করতে এসে গ্রাম বাসীর গণপিটুনিতে নিহত হয়েছে। ঘটনাস্থলে গোলাগুলির সময় ৫ জন গুলিবিদ্ধ হয়।

তাদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালে নিয়ে আসা হয়।হাসপাতালে আহত ও তাদের স্বজনেরা জানান, তারাবির নামাজের সময় ১০ থেকে ১২ টা সিএনজি অটোরিকশা নিয়ে ২০ থেকে ৩০ জনের ডাকাত দল গ্রামে হানা দেয়।

এসময় তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় মসজিদ থেকে মাইকে ডাকাত আসার ঘোষণা দেয়া হয়। পরে স্থানীয়রা জড়ো হয়ে দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেয়।

এসময় বাকী ডাকাত সদস্যরা স্থানীয়দের উদ্দেশ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির তীব্র শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসী। এসময় ৫ গ্রামবাসী গুলিবিদ্ধ হয়।

এঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। যদিও স্থানীয়দের অনেকে জানান, আধিপত্য বিস্তার নিয়ে এই ঘটনা ঘটেছে। তবে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ।

সেজু