প্রথমে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও পরে পরিচয় পাওয়া যায়।নিহত বিপুল কর পাত্রখোলা চা বাগানের পোস্ট অফিস রোডের মৃত রামো করের ছেলে।
মাধবপুর চা বাগানের সেকশন পাহারাদার উত্তম ভর বলেন, ‘সকাল ১১টার দিকে সেকশন ডিউটি করতে গিয়ে মাধবপুর লেকের বাংলো রোডের টিল্লাবাংলো পাহাড়ের পাদদেশে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখি। বারবার জিজ্ঞেস করলেও কোনো উত্তর না পেয়ে তার পাশে এসে দেখি আকাশমনি গাছের ডালের সাথে গলায় গামছা পেছানো অবস্থায় এক বৃদ্ধ লোক ঝুলে রয়েছে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আমি সঙ্গে সঙ্গে আমার সুপারভাইজারকে বিষয়টি জানালে তিনি বাগান কর্তৃপক্ষে জানান। তবে এ লোকটি মাধবপুর চা বাগানের কোনো শ্রমিক নয়। তার সঙ্গে দুটি শপিং ব্যাগে ব্যবহারিক কাপড় ছিল।’
কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবীর বলেন, ‘চা বাগানের সেকশনে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পাওয়া গেছে এমন খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রথমে মরদেহের পরিচয় মেলেনি। পরে মাধবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য বীনা রাণী তার পরিচয় নিশ্চিত করেন।’