শেরপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

শেরপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা
শেরপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা |
0

শেরপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ১৪ এপ্রিল) সকাল ১০ টায় শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বাঙ্গালির ইতিহাস ঐতিহ্যর বিভিন্ন মোটিফ, আদিবাসীদের নৃত্য, গরুর গাড়ী, পালকিসহ বিভিন্ন পাখি ও পশুর মুখ অবয়ব স্থান পায়। পরে সেখানে সাংস্কৃতিক আয়োজন ও তিনদিন ব্যাপী লোকজ মেলার স্টল ঘুরে দেখেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা।

এসময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা কৃষি বিভাগ, জেলা স্বাস্থ্য বিভাগ, শেরপুর প্রেসক্লাব , উদীচীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।

এএইচ