এলাকায় আসার পথে ব্রিজ ছোট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে দেরি হয় এবং এতে ক্ষতির পরিমাণ বেড়েছে বলে দাবি এলাকাবাসীর।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধ্যরাতে করিমবাজারে বাবুল মিয়ার মার্কেটের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তে সবগুলো দোকানে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে মানুষ এসে আগুন নেভানোর চেষ্টা করে।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন খবর পেলে রাস্তা দিয়ে আসার সময় দুটি ব্রিজ সরু থাকায় ঘটনাস্থলে আসতে দেরি হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে মার্কেটে থাকা ৬টি দোকানই পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকান মালিকদের দাবি তাদের প্রায় দেড়কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের কমলগঞ্জ স্টেশন অফিসার ফয়েজ আহমদ জানান, কি কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তদন্ত করে পরবর্তীতে জানানো হবে।
এলাকার লোকজন ও ব্যবসায়ীরা জানান, রাস্তার উপরে নির্মিত সরু ব্রিজের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হয় এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।