নাটোরে যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

বড়াইগ্রামের নিহত যুবদল নেতা আয়নাল হক
বড়াইগ্রামের নিহত যুবদল নেতা আয়নাল হক | ছবি: এখন টিভি
0

নাটোরের বড়াইগ্রাম থেকে আয়নাল হক নামে এক যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ১৯ এপ্রিল) সকালে উপজেলার নোটাবাড়িয়া কালিরঘুন এলাকায় শোবার ঘর থেকে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বড়াইগ্রাম থানার পরিদর্শক মাহবুবুর রহমান (ওসি তদন্ত ) বিষয়টি নিশ্চিত করে জানান, বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক আয়নাল হক বাড়িতে একাই থাকতেন।

সবশেষ বুধবার সন্ধ্যায় এলাকায় তাকে দেখা যায়। আজ সকালে আইনাল হকের বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা তার বাড়িতে যায়। এসময় নিজ শয়ন ঘরের দরজার সামনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এএইচ