শ্রমিক দিবসে চার দফা দাবি আদায়ে পাওয়ারলুম শ্রমিকদের সড়ক অবরোধ

পাওয়ারলুম শ্রমিকদের সড়ক অবরোধ
পাওয়ারলুম শ্রমিকদের সড়ক অবরোধ | ছবি: এখন টিভি
0

মহান মে দিবসে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে পাওয়ারলুম (বৈদ্যুতিক তাঁত) শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। আজ (বৃহস্পতিবার, ১ মে) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়নের কল্যাণদি সড়কে এই কর্মসূচি পালন করে। এসময় সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন ওই সড়ক দিয়ে চলাচলরত যাত্রীরা।

জানা যায়, কাপড়ের সুতার গজপ্রতি এক টাকা করে বৃদ্ধি, প্রতি ঈদে বোনাস ভাতা নিশ্চিত করা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও কর্মরত অবস্থায় দুর্ঘটনার চিকিৎসা খরচ বহনের এই দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করে পাওয়ালুম শ্রমিকরা। এসময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করলে যান চলাচল ব্যাহত হয়ে ভোগান্তিতে পরেন যাত্রীরা।

পরে খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ এবং গোপালদী পৌরসভার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে কথা বলেন। এসময় আগামী রোববার (৪ মে) এ বিষয় নিয়ে মালিক এবং শ্রমিকদের সমন্বয়ে আড়াইহাজার উপজেলা কার্যালয়ে বসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হয়। আশ্বাস পেয়ে সন্ধ্যা ৬টায় (আনুমানিক সময়) অবরোধ তুলে নিলে সড়কে স্বাভাবিক পরিস্থিতি ফেরত আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন।

এসএস