সিটি করপোরেশনে সশস্ত্র হামলা, ১৮২ জনকে আসামি করে মামলা

নারায়নগঞ্জ সিটি করপোরেশন ভবন
নারায়নগঞ্জ সিটি করপোরেশন ভবন | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে সশস্ত্র হামলার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। ৩২ জনের নাম ও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত আইন কর্মকর্তা মাজহার উদ্দিন খন্দকার।

আজ (মঙ্গলবার, ১৩ মে) বিকেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ। ওসি জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

উল্লেখ্য, গতকাল সোমবার (১২ মে) দুপুরে শহরে অবাধ চলাচলসহ চার দফা দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবনে সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় সিটি করপোরেশনের যানজট নিরসন সুপারভাইজার, যানজট নিরসন কর্মী ও ছাত্র প্রতিনিধিসহ ১৯ জন আহত হয়।

এএইচ