হিলি সীমান্তে সচল ড্রোন ক্যামেরা উদ্ধার

ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া ড্রোন | ছবি: এখন টিভি
0

দিনাজপুরের হিলিতে সীমান্তে একটি ধানক্ষেত থেকে সচল ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ড্রোনটি ভারতীয়দের। গতকাল বুধবার (১৪ সে) রাত ১০টায় হিলি সীমান্তের ঘাসুড়িয়া আদিবাসী এলাকার আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে একটি ধানক্ষেত থেকে জিপিএস লেখা ড্রোন ক্যামেরাটি উদ্ধার করা হয়।

বিষয়টি মুঠোফোনে এখন টিভির প্রতিনিধিকে নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফত হুসাইন। তিনি বলেন, ‘সন্ধ্যার আগ মুহূর্তে সীমান্তের ধানক্ষেতে কাজ করার সময় পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন দেখতে পায় কৃষক প্রফুল্ল টপ্প। পরে সে ড্রোনটি নিয়ে বাসায় যায়। এরপর জানাজানি হলে তিনি পুলিশকে খবর দেয়। পরে হাকিমপুর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম ও উপ-পরিদর্শক সুজাসহ পুলিশের একটি টিম তার বাসা থেকে ড্রোন ক্যামেরাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।’

সীমান্তের ওপার থেকে ড্রোনটি উড়ানোর সময় বাংলাদেশে এসে পড়ে যায়। এটি ভারতীয় ড্রোন ক্যামেরা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এএইচ