‘শুধু প্রকল্পের স্বার্থে নদীর প্রবাহে আর বাঁধা রাখা যাবে না’

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান | ছবি: এখন টিভি
0

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজশাহীর পদ্মা নদী থেকে প্রবাহিত চারঘাটের বড়াল নদে স্লুইচ গেট আর দরকার নেই। সমন্বিত উদ্যোগে নদী খননসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, 'শুধু প্রকল্পের স্বার্থে নদীর প্রবাহে আর বাঁধা রাখা যাবে না।' আজ (সোমবার, ১৯ মে) রাজশাহীতে বড়াল নদের উৎসমুখ ও স্লুইচ গেট পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

এর আগে আজ সকাল সাড়ে ১১টায় বড়াল নদীর উৎসমুখ পরিদর্শন করেন তিনি। এ সময় রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নদের পানি প্রবাহের নানা সমস্যার দিক তুলে ধরেন। এসময় ব্যয় কমিয়ে নদের নাব্যতা রাখার উপদেশ দেন উপদেষ্টা।

তিনি বলেন, ‘দেশে বালু ও ভূমি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। এটা নিয়ন্ত্রণে ডিসিদের ১০ দফা নির্দেশনা দেয়া হয়েছে। নিয়মিত মনিটরিং করা হচ্ছে যেন এ সমস্যার সমাধানে আসা যায়।’

ফারাক্কা পানি চুক্তি নিয়ে উপদেষ্টা জানান, কথা বলার মত সময় এখনো আসেনি। যথাসময়ে চুক্তি নবায়ন হবে। পাশাপাশি এ অঞ্চলে ফসলি জমিতে পুকুর খনন পরিবেশ হুমকিতে পড়েছে বলে জানান তিনি।

সেজু