এর আগে আজ সকাল সাড়ে ১১টায় বড়াল নদীর উৎসমুখ পরিদর্শন করেন তিনি। এ সময় রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নদের পানি প্রবাহের নানা সমস্যার দিক তুলে ধরেন। এসময় ব্যয় কমিয়ে নদের নাব্যতা রাখার উপদেশ দেন উপদেষ্টা।
তিনি বলেন, ‘দেশে বালু ও ভূমি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। এটা নিয়ন্ত্রণে ডিসিদের ১০ দফা নির্দেশনা দেয়া হয়েছে। নিয়মিত মনিটরিং করা হচ্ছে যেন এ সমস্যার সমাধানে আসা যায়।’
ফারাক্কা পানি চুক্তি নিয়ে উপদেষ্টা জানান, কথা বলার মত সময় এখনো আসেনি। যথাসময়ে চুক্তি নবায়ন হবে। পাশাপাশি এ অঞ্চলে ফসলি জমিতে পুকুর খনন পরিবেশ হুমকিতে পড়েছে বলে জানান তিনি।