কুষ্টিয়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণার দাবিতে মানববন্ধন

সিটি করপোরেশন ঘোষণার দাবিতে পৌর নাগরিক অধিকার পরিষদের মানববন্ধন
সিটি করপোরেশন ঘোষণার দাবিতে পৌর নাগরিক অধিকার পরিষদের মানববন্ধন | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে পৌর নাগরিক অধিকার পরিষদ। আজ (বুধবার, ২৮ মে) বেলা ১২টায় পৌর চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেড়শ বছরের পুরনো কুষ্টিয়া পৌরসভা। একটি সিটি করপোরেশনে উন্নীত করার ক্ষেত্রে যে ৯টি সূচকের উন্নতি হওয়া দরকার ছিল, তার সবগুলো সূচকেই পাস করেছে কুষ্টিয়া পৌরসভা।

তারপরও এটাকে কেনো সিটি করপোরেশন করা হচ্ছে না, তা আমাদের বোধগম্য না। তাই দ্রুত কুষ্টিয়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা দিতে দাবিও জানান তারা। এছাড়াও সেবার মান বাড়ানোর কথাও জানান তারা। তা না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়।

এসময় পৌর নাগরিক অধিকার পরিষদের আহবায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সদস্য সচিব কে এম জাহিদ, সদস্য শাহারিয়া ইমন রুবেল, আবু মনি সাকলায়েন এলিন, ইঞ্জিনিয়ার মাহমুদ আল হাফিজ অভি ও রাসেল পারভেজসহ অন্যান্যরা।

মানববন্ধনে এসময় অংশ নেয় পৌর নাগরিক অধিকার পরিষদের সদস্যবৃন্দ সহ ও বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ। পরে মানববন্ধন শেষে পৌর নাগরিক অধিকার পরিষদের উদ্যোগে পৌরসভা চত্বরে একটি অভিযোগ বক্স স্থাপন করেন সংগঠনটির নেতৃবৃন্দরা।

এএইচ