টানা বর্ষণে বান্দরবানের সুয়ালক-লামা সড়কে ধস, বন্ধ ভারী যান চলাচল

টানা বর্ষণে বান্দরবানের সুয়ালক-লামা সড়কে ধস
টানা বর্ষণে বান্দরবানের সুয়ালক-লামা সড়কে ধস | ছবি: এখন টিভি
0

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ধসে গেছে বান্দরবানের সুয়ালক-লামা সড়কের কিছু অংশ। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বন্ধ রয়েছে ভারী যান চলাচল। সড়কের একাংশ ধসে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে সিএনজি, মোটরসাইকেলের মতো ছোট যানবাহন।

স্থানীয়রা জানান, ধসের কারণে কৃষিপণ্য বাজারজাতকরণ ও যাতায়াতে ভোগান্তি বেড়েছে। দ্রুত সংস্কার না করলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন তারা। 

এদিকে বরাদ্দ পেলে দ্রুত সড়কটি সংস্কার করা হবে বলছেন নির্বাহী প্রকৌশলী। এর আগে, ২০২০ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে নির্মিত হয় বান্দরবান সুয়ালক-লামার অভ্যন্তরীণ সড়কটি।

এসএইচ