আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশি নাগরিকদের পরিবারের সদস্যদের কাছে ও ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, পঞ্চগড় সদর উপজেলার মিস্ত্রিপাড়া সীমান্ত দিয়ে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের ইশানগঞ্জ ক্যাম্পের সদস্যরা ১১ জনকে ‘পুশ ইন’ করে। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি ও চারজন ভারতীয় নাগরিক।
এর মধ্যে পুরুষ চারজন, মহিলা তিনজন, শিশু চারজন। পরে তাদের স্থানীয়দের সহযোগিতায় আটক করে বিজিবি। সাতজনকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া তেঁতুলিয়া উপজেলার পেদিয়াগছ সীমান্ত দিয়ে ‘পুশ ইন’ করা পাঁচজনকে তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় নিশ্চিত হয়ে তাদের তুলে দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করেছে বিএসএফ।