কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জে  বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান | ছবি: এখন টিভি
0

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে ৫ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। আজ (শনিবার, ২৮ জুন) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে আদালত বিভিন্ন অপরাধে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে।

জেলা নিরাপদ খাদ্য অফিস জানায়, কটিয়াদি উপজেলার বাসস্ট্যান্ড এলাকার ভোজন রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পচা মিষ্টি সংরক্ষণের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

একইসঙ্গে কুলিয়ারচর উপজেলার জাকির ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মোড়কে অগ্রিম উৎপাদনের তারিখ দেখানোর দায়ে ১ লাখ টাকা, ভৈরবের উত্তর ভৈরবপুর এলাকার চাঁদনী বেকারিকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট সংরক্ষণের অপরাধে ১ লাখ টাকা এবং একই এলাকার বুশরা ফুড অ্যান্ড বেভারেজকে নিবন্ধন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

একই উপজেলার ঘোড়াকান্দা এলাকার মালেক ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে এবং নিবন্ধন ছাড়া খাদ্য উৎপাদনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযানে বিশুদ্ধ খাদ্য আদালতকে সার্বিক সহযোগিতা করেন জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

এ সময় বিভিন্ন বেকারিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়।

ইএ