শেরপু‌রে অগ্নিকাণ্ড: ৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

শেরপু‌রে অগ্নিকাণ্ডে দোকান ও গোডাউনে থাকা মালামাল পুড়ে যায়
শেরপু‌রে অগ্নিকাণ্ডে দোকান ও গোডাউনে থাকা মালামাল পুড়ে যায় | ছবি: এখন টিভি
1

শেরপুরের শ্রীবরদীর ঝগড়ারচর বাজারে অগ্নিকাণ্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় প্রায় ৩ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ (সোমবার, ৩০ জুন) ভোর ৫ টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মেসার্স মুরাদ স্টোরের মালিক মো. মুরাদুজ্জামান, মেসার্স অনু এন্টারপ্রাইজের মালিক শ্রী চৈতন্য মোদক ও শিহাব স্টোরের মালিক মনিরুজ্জামান।

ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ (সোমবার, ৩০ জুন) ভোরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকান ও গোডাউনে থাকা চাল, ডাল, ভুষি, খাদ্য পণ্য, কসমেটিক, তেল সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে শ্রীবরদী ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফ হোসেন জানান, খবর পেয়ে শ্রীবরদী ও বকশিগঞ্জের ৩টি ইউনিট আগুন নেভাতে সক্ষম হই। কিন্তু তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


ইএ