স্থানীয় সূত্রে জানা গেছে গত বুধবার (৩ জুলাই) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে অভিযুক্ত জসিম (৩৫), যিনি পাশের মঠবাড়ি গ্রামের জনৈক ফজলুর বাড়ির কাজের লোক, পূর্ব বিরোধের জেরে গদখালী গ্রামের জামাত হোসেনের বাড়ির জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে।
অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে রিপা খাতুনকে বিয়ের প্রলোভন দিয়ে আসছিল। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে সে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায়।
এসিডে ইয়ানূর গুরুতর আহত হয় এবং রিপা ও রাহেলা খাতুন সামান্য আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, তিন জনের অবস্থা আশঙ্কা মুক্ত। এর মধ্যে শিশুটির বেশি লেগেছে।