রাত ২টা ৩০ মিনিটে দুর্ঘটনাকবলিত বাসটি ক্রেনের সাহায্যে খাদ থেকে তোলা হয়। এ সময় বাসের জানালায় ঝুলন্ত এক যুবকের মরদেহ এবং নিচে চাপা পড়ে থাকা আরো এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
বাসটিতে চালক ও সহকারীসহ ৪০ জন যাত্রী ছিলেন বলে জানায় পুলিশ। যাত্রীদের দাবি, বৃষ্টির কারণে পিচ্ছিল হওয়া সড়কে অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারায় বাসটি।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন বলেন, ‘নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। বাসটিও থানায় আনা হয়েছে। আহতদের স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।’
প্রতিবছরই বর্ষার মৌসুমে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘটে নানা দুর্ঘটনা। এ ধরনের দুর্ঘটনা এড়াতে এখানে সচেতনতার পাশাপাশি দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে জানান স্থানীয়রা।