শেরপুরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

শেরপুরের কর্মীসভায় বিএনপির নেতাকর্মীরা
শেরপুরের কর্মীসভায় বিএনপির নেতাকর্মীরা | ছবি: এখন টিভি
3

শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ৪জুলাই) বিকেল ৫ টায় শেরপুর সদরের ভাতশালা ইউনিয়নের সাপমারী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সদর উপজেলা বিএনপির আয়োজনে কর্মী সভায়, শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. হযরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগত ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে (শেরপুর সদর-১) আসন থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব এ.বি.এম মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘দীর্ঘ সময় পর স্বৈরাচার আওয়ামী লীগের দুঃশাসনের পতন হয়েছে। এখন সময় সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে হবে। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবকটি আসনে দলের জনপ্রিয় ও তৃণমূলের নেতাকর্মী ও ভোটারদের সাথে যার আত্মার সম্পর্ক রয়েছে, কেবল তাদেরকেই দল মনোনয়ন দিলে এসব আসনে জয়লাভ করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।

বক্তারা আরোও বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে দলের চালিকাশক্তি। তৃণমূলের নেতাকর্মীদের ভালবাসার কাছে আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিশ্চয়ই বিবেচনায় নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের দাবিকে গুরুত্ব দিবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি।

কর্মী সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নারী-পুরুষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এএইচ