পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত বাসের হেলপার রংপুর সদর উপজেলা সাতগড়া এলাকার জানকি মোহন্তের ছেলে সুকুমার মোহন্ত (৪৭) ও আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয়রা জানান, বিকেল চারটার দিকে (ঢাকা মেট্রো ব ১১-২২০৪) নম্বরের একটি বিআরটিসি বাস পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চাকাই নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর। তিনি জানান, পঞ্চগড় থেকে রংপুর যাওয়ার পথে বিআরটিসি নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় শনাক্তে আমরা কাজ করছি।