টাঙ্গাইলে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন
গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন | ছবি: এখন টিভি
1

টাঙ্গাইলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বীর শহিদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বলন করেছে জেলা ছাত্র ফেডারেশন। গতকাল সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল শহিদ মিনারে আয়োজিত অনুষ্ঠান থেকে শহিদদের হত্যার বিচারের পাশাপাশি বৈষম্যহীন দেশ গঠনের দাবি উঠে আসে।

এতে বক্তব্য রাখেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদ হওয়া মারুফের মা মোর্শেদা বেগম, সঙ্গীত শিল্পী লিজু বাউলা, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বিথি, দপ্তর ও পাঠাগার সম্পাদক প্রেমা সরকার, পৌর কমিটির আহবায়ক আদিবা হুমায়রা প্রমুখ। এতে জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবার, আহত এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

এএইচ