নরসিংদীতে পরিবেশের উপপরিচালক বদলি, ধর্ম অবমাননার অভিযোগ

নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান সরকার
নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান সরকার | ছবি: সংগৃহীত
0

ধর্ম অবমাননার অভিযোগে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান সরকারকে ঢাকার কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তবে, কেন কামরুজ্জামান সরকারকে ঢাকা কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে এবং হঠাৎ বদলি করা হয়েছে, তার বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয় নি।

নরসিংদী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত রায় বলেন, ‘বুধবার বিকালে আমাদের কার্যালয়ে স্থানীয় কিছু আন্দোলনকারী ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিক্ষোভ করে। পরে, পুলিশ এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর আমাদের উপপরিচালক কামরুজ্জামান সরকারের সাথে আমরা যোগাযোগ করতে পারছি না।’

সম্প্রতি, ৫৭ সেকেন্ডের একটি অডিওর খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যার বেশিরভাগ কথাই অস্পষ্ট। সেখানে শোনা যায়, পৃথিবী ধ্বংস এবং আতংকে মানুষ মারা যাচ্ছে এরকম কিছু একটা। জানাজা নিয়েও অস্পষ্ট কিছু একটা বলতে শোনা যায়। অডিওর বাকি অংশ স্পষ্ট শোনা যায়নি। তবে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর ক্যাপশনে এবং কমেন্টে আল্লাহ-রাসুলকে অবমাননা করছে বলে লিখতে দেখা গেছে নেটিজেনদের। উঠেছে বিচারের দাবি।

এ নিয়ে বিকেলে নরসিংদী জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সামনে দুপুরে বিক্ষোভ মিছিল করে তৌহিদি জনতা। এরপর, সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান সরকারের বদলির আদেশ আসে।

নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, ‘কী ধরনের মন্তব্য করেছেন, সেটা আমি অবগত নই, তবে ধর্মীয় অবমাননার অভিযোগে বিক্ষোভ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ স্বাভাবিক করে এবং আন্দোলনকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।’

নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান সরকার বলেন, ‘মোবাইলে কল দিয়ে একজন বিশেষ অনৈতিক সুবিধা চেয়েছিলেন। তার নাম বিশেষ কারণে বলছি না। ওই সুবিধা না দেয়ায় আমার ওপর মিথ্যা অভিযোগ তুলে দিয়ে খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। তবে, আইনি কারণে আপাতত তার নাম ও পরিচয় প্রকাশ করছি না।’

তিনি আরও বলেন, ‘আমার স্ত্রী ১০ বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা দিতে পারছি না। কিন্তু আমার বিরুদ্ধে ঘুষ লেনদেনের মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হয়েছে। আমি মেনে নিতে পারছি না।’

এএইচ